নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের গোরাপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা মামাতো-ফুফাতো ভাইবোন। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জানার বাপের বাড়ির নুরুদ্দিনের তিন বছর বয়সী ছেলে মো. সিয়াম এবং ফারুক হোসেনের দুই বছর বয়সী মেয়ে ফাতেমা আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে শিশুরা বাড়ির সামনে খেলছিল। এক পর্যায়ে তারা খেলার ছলে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সবাই এই নির্মম মৃত্যুতে শোকাহত।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, শিশুদের পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে কেউ এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।