ঢাকা | বঙ্গাব্দ

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2025 ইং
ছবির ক্যাপশন:

নাটোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (৯ জুন) রাতে জেলার সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় এই দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এক রিকশাচালক। নিহত ব্যক্তির নাম রমজান আলী (৪৫)। তিনি উপজেলার পাটকৈল মহল্লার মৃত খাদেম আলীর ছেলে।

অন্যদিকে, একই রাতে নলডাঙ্গা উপজেলার একটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তানভির রহমান (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার কিছু পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তানভির মির্জাপুর গ্রামের মকলেছুর রহমানের ছেলে।

এই দুটি ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স