ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিয়েছে ইতালি, বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। মলদোভার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ইতালি, ওয়েলসের বিপক্ষে ৪-৩ ব্যবধানে কঠিন লড়াইয়ে জিতেছে বেলজিয়াম এবং চেক প্রজাতন্ত্রকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্রোয়েশিয়া।
গ্রুপ আই-এর দ্বিতীয় ম্যাচে নিজ মাঠে মলদোভার মুখোমুখি হয় ইতালি। প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নামে আজ্জুরিরা। প্রথমার্ধের ৪০তম মিনিটে জিয়াকোমো রাসপাদোরির গোলে লিড নেয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৫০তম মিনিটে আন্দ্রেয়া কাম্বিয়াসো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে ইতালি।
অন্যদিকে, গ্রুপ জে-এর উত্তেজনাপূর্ণ ম্যাচে বেলজিয়াম স্বাগতিক হিসেবে মাঠে নামে ওয়েলসের বিপক্ষে। ১৫ মিনিটে রোমেলু লুকাকুর গোলে এগিয়ে যায় বেলজিয়াম। এরপর ইয়ুরি টিলেমান্স (১৯ মিনিট) ও জেরেমি ডোকু (২৭ মিনিট) গোল করে ৩-০ ব্যবধান গড়ে দেন। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে এক গোল শোধ করে ওয়েলস।
দ্বিতীয়ার্ধে সোর্বা টমাস (৫১ মিনিট) ও রেনান জনসন (৬৯ মিনিট) আরও দুটি গোল করে ম্যাচে ৩-৩ সমতা ফেরায় ওয়েলস। তবে ম্যাচের শেষ দিকে, ৮৮ মিনিটে কেভিন ডি ব্রুইনার দুর্দান্ত গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বেলজিয়াম।
এই জয়ে বাছাইপর্বে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে ইতালি ও বেলজিয়াম। ফুটবল বিশ্লেষকরা বলছেন, এ ধরনের জয় আগামী দিনে দলগুলোর আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।