সবশেষ যে গুঞ্জন ঘুরছিল, এবার সেটিই বাস্তবে রূপ নিল। ইন্টার মিলানের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লাবটির সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ান কিভু। দুই বছরের চুক্তিতে আবারো পুরোনো ঠিকানায় ফিরলেন এই রোমানিয়ান।
সোমবার (৯ জুন) এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে ইন্টার কর্তৃপক্ষ। ক্লাবের এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার)-এও দেওয়া হয়েছে আনুষ্ঠানিক ঘোষণা।
সিমোনে ইনজাগি পদত্যাগ করার পরপরই দ্রুত নতুন কোচ নির্বাচন করে ফেলেছে তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী এই ক্লাব। গত ফেব্রুয়ারিতে পার্মার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কিভু। তার সঙ্গে চুক্তি ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত, তবে চার মাস না যেতেই পারস্পরিক সমঝোতায় চাকরি ছাড়েন তিনি।
২০০৯-১০ মৌসুমে জোসে মরিনহোর অধীনে ঐতিহাসিক ট্রেবল জয়ী ইন্টারের অন্যতম সদস্য ছিলেন কিভু। এখন কোচ হিসেবে ফিরেছেন সান সিরোতে। নতুন মিশন শুরু হবে ক্লাব বিশ্বকাপ দিয়ে, যেখানে ইন্টারের প্রথম প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব মনতেরে।
চলতি মৌসুমে ইন্টার মিলান ট্রেবল জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো ট্রফিই জেতা হয়নি তাদের। সবচেয়ে বড় ধাক্কা ছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে—যেখানে পিএসজির বিপক্ষে ৫-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার ইন্টার ও ইনজাগির পারস্পরিক সমঝোতায় তিনি কোচের পদ থেকে সরে দাঁড়ান। এরপরই সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন তিনি। ক্লাব বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র আট দিন আগে কিভুর নাম ঘোষণা করে নতুন যুগে পা রাখলো ইন্টার মিলান।