ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2025 ইং
ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। মঙ্গলবার (১০ জুন) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্টেশন ও টার্মিনালে যাত্রীদের আনাগোনা দেখা গেছে।

কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই ট্রেনগুলো নির্ধারিত সময় অনুযায়ী যাত্রা করছে। অনেকে এখনও লম্বা ছুটির সুযোগে ঢাকা ছাড়ছেন। ফলে ঢাকায় ফেরার তুলনায় বাইরে যাওয়া যাত্রীর সংখ্যাই কিছুটা বেশি দেখা যাচ্ছে।

তবে স্টেশন এলাকায় তেমন ভিড় বা চাপ না থাকায় যাত্রীরা নির্বিঘ্নেই চলাচল করতে পারছেন বলে জানিয়েছেন অনেকে। যাত্রীসাধারণ মনে করছেন, ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরার এ যাত্রা আগের চেয়ে অনেক স্বস্তিদায়ক।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স