ঢাকা | বঙ্গাব্দ

বর্তমান পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট হতে পারে লন্ডনে তারেক-ইউনূস বৈঠক: মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2025 ইং
ছবির ক্যাপশন:

দেশের রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য মোড় ঘোরানো এক বৈঠকের দিকে নজর সবার। ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠককে ঘিরে আশাবাদী বিএনপি। দলটির মতে, এ বৈঠক থেকেই রাজনৈতিক সংকট নিরসনের পথ খুলে যেতে পারে।

মঙ্গলবার (১০ জুন) গুলশানে দলীয় কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি এই বৈঠককে ইতিবাচকভাবে দেখছে। তাঁর ভাষায়, “জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বৈঠকের রয়েছে গুরুত্বপূর্ণ তাৎপর্য ও সম্ভাবনা। এই আলোচনার মাধ্যমে নানা দিক উন্মোচিত হতে পারে।”

তিনি আরও জানান, দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ১৩ জুন লন্ডন সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ড. ইউনূসের যুক্তরাজ্য সফরের খবর প্রকাশের পর থেকেই তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। যদিও প্রাথমিক সফরসূচিতে এই বৈঠকের বিষয়টি উল্লেখ ছিল না, পরে তা চূড়ান্ত হয়।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স