ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুক্তরাজ্যে চার দিনের সরকারি সফরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন তিনি।

সফরকালে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং রাজা চার্লসের হাত থেকে সম্মানজনক ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

এছাড়া ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন ড. ইউনূস। একই দিন তিনি লন্ডনের খ্যাতনামা চ্যাথাম হাউসে একটি বিশেষ বক্তৃতা দেবেন, যেখানে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, গণতন্ত্রের উত্তরণ এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গভীর। যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং সবচেয়ে বড় প্রবাসী বাংলাদেশি জনগোষ্ঠীর আবাসভূমি। বিশ্লেষকদের মতে, ড. ইউনূসের এ সফর দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে, বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে।

সফরের অংশ হিসেবে আগামী ১৩ জুন সকাল ৯টা থেকে ১১টার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, চিঠিতে তিনি দুর্নীতির অভিযোগ বিষয়ে আলোচনা করার কথা উল্লেখ করেছেন।

এছাড়া, সফরকালে ড. ইউনূস কমনওয়েলথ ও আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (IMO)-র মহাসচিবের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এ সফর শেষে আগামী ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স