ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পকে নিজ বাসায় আমন্ত্রণ জানালেন ইউক্রেনীয় বক্সার ওলেকসান্দর উসিক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইউক্রেনকে সাহায্য করতে ডোনাল্ড ট্রাম্পকে নিজ বাড়িতে আমন্ত্রণ জানালেন বক্সিং চ্যাম্পিয়ন উসিক

ওয়ার্ল্ড হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ওলেকসান্দ্র উসিক যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি তার বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের কাছে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আকুল আবেদন জানান। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়তে থাকা ইউক্রেনের জনগণের জন্য ট্রাম্পের সাহায্য চেয়েছেন তিনি।

ইউক্রেনের অন্যতম এই ক্রীড়া আইকন আবেগঘন বার্তায় বলেন, "প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দয়া করে চোখ খুলুন, আমার দেশের মানুষদের সাহায্য করুন।"

ডব্লিউবিসি, ডব্লিউবিএ এবং ডব্লিউবিও হেভিওয়েট চ্যাম্পিয়ন উসিক আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেন তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেন। ট্রাম্প নির্বাচনী প্রচারণায় দাবি করেছিলেন, "২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামাব।" এ প্রসঙ্গে উসিক প্রশ্ন তোলেন, "তিনি তার কথার জন্য দায়ী নন কেন? তিনি বলেছিলেন, এক মাস বা এক দিনে যুদ্ধ থামাবেন। এখন তিনি নিশ্চুপ।"

উসিক ট্রাম্পকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, "আমি তাকে আমার বাড়িতে থাকতে দেব। আমার নিরাপত্তা কর্মীরা তাকে পাহারা দেবে। তিনি এক সপ্তাহ থেকে দেখুন, কীভাবে রুশ বিমান আমার বাড়ির ওপর দিয়ে উড়ে যায়, কীভাবে মানুষ রাত-দিন আতঙ্কে থাকে।"

তিনি পরামর্শ দেন, ট্রাম্প যেন গোপনে ইউক্রেন আসেন। কারণ, মস্কো যদি জানতে পারে, তারা সাময়িকভাবে হামলা বন্ধ রাখবে। উসিকের পরামর্শ, ট্রাম্প কিয়েভের ওবোলন বা ত্রোয়েশ্চিনা এলাকায় থাকুন, যেখানে বেসামরিক বাড়িঘরে রাশিয়ার হামলা চলছে। তখন তিনি বুঝতে পারবেন, আসলে কী ঘটছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স