অস্ট্রিয়ার স্কুলে গোলাগুলি: আততায়ীসহ নিহত ৯
অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গ্রাৎসের একটি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ জুন) এই ঘটনায় হামলাকারীসহ মোট নয় জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের।
পুলিশ জানিয়েছে, গ্রাৎসের ড্রেইয়ার্সচুৎজেনগাস স্কুলে এই হামলার ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় একাধিক হতাহতের ঘটনা ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এই হামলায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কোবরা ইউনিটের বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। অভিযানের পর নিরাপত্তা বাহিনীর কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানায়। স্থানীয় গণমাধ্যমের দাবি, হামলার পর আততায়ী আত্মহত্যা করেছেন।