আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে করোনা সতর্কতা, মাস্ক বাধ্যতামূলক
ব্রাহ্মণবাড়িয়া: ভারতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় ইমিগ্রেশন স্বাস্থ্য ডেস্কে নজরদারি ও স্বাস্থ্য সুরক্ষাব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন থেকে এখানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে দেখা গেছে, একজন স্বাস্থ্যকর্মী ভারত থেকে আসা যাত্রীদের থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করছেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, "এ পথে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, মাস্ক পরা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সর্দি, কাশি বা জ্বর থাকলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাদের আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।"
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টা থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের স্বাস্থ্য ডেস্কে একটি মেডিকেল টিম কাজ করছে। ভারত থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করছেন মেডিকেল টিমের সদস্যরা।