ঢাকা | বঙ্গাব্দ

শেষ মুহূর্তের আক্রমণেও ব্যর্থ হামজারা, ২-১ গোলে হেরে এশিয়ান কাপে ধাক্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2025 ইং
ছবির ক্যাপশন:

এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলকে। যদিও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় একটি গোল শোধ করেন রাকিব হোসেন, তবে শেষ পর্যন্ত হার এড়ানো যায়নি।

জাতীয় স্টেডিয়ামে কানায় কানায় ভরা গ্যালারিতে নতুন দিনের স্বপ্ন নিয়ে মাঠে নামে হামজা চৌধুরী, তপু বর্মন, শাহরিয়ার ইমনরা। শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিল স্বাগতিকদের। শমিত সোমের নেতৃত্বে একাধিক আক্রমণ সাজালেও ফাহামিদুল ও রাকিব সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।

ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই ঘটে ছন্দপতন। ৪৪ মিনিটে গোলকিপার মিতুল হোসেন বল ফিস্ট করতে গিয়ে ভুল করেন। সে সুযোগে হেড থেকে বল পেয়ে গোল করেন সিঙ্গাপুরের সং উই ইয়াং। এরপর বিরতির পর ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসকান ফান্দি।

দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়লেও বাংলাদেশ হাল ছাড়েনি। ৬৭ মিনিটে হামজা চৌধুরীর পাস থেকে দুর্দান্ত গোল করে ব্যবধান কমান রাকিব হোসেন। এরপর ম্যাচের শেষদিকে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে স্বাগতিকরা। বিশেষ করে, অতিরিক্ত সময়ে শাহরিয়ার ইমনের একটি হেড অসাধারণভাবে রক্ষা করেন সিঙ্গাপুরের গোলকিপার।

জমাট লড়াই করেও শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এ হারে এশিয়ান কাপ বাছাইয়ের পথ কিছুটা কঠিন হয়ে পড়ল বাংলাদেশের জন্য।


নিউজটি আপডেট করেছেন : ঝিনাইদহ প্রতিনিধি

কমেন্ট বক্স