ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে রেলপথ অবরোধ, সারাদেশের সঙ্গে বন্ধ ট্রেন যোগাযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2025 ইং
ছবির ক্যাপশন:

রাজশাহীর চারঘাটে রেলপথ অবরোধ: স্টেশন সংস্কার ও ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশন সংস্কার ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। আজ বুধবার (১১ জুন) সকাল থেকে এই কর্মসূচি চলছে।

বিক্ষুব্ধরা স্টেশনের দুই পাশে লাল নিশান দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। তাদের এই অবরোধের কারণে সারাদেশের সাথে রাজশাহীর ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে খুলনার উদ্দেশ্যে যাত্রা করা সাগরদাঁড়ি এক্সপ্রেস, ঢাকাগামী মধুমতি, বনলতা এবং সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।

ঈদের ছুটি শেষে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ফেরা যাত্রীরা এই বিক্ষোভের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন। তবে, বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স