প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করছে ব্রাজিল
-
নিউজ প্রকাশের তারিখ :
Jun 11, 2025 ইং
ছবির ক্যাপশন:
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। নতুন কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর ইকুয়েডরের বিপক্ষে সেলেসাওরা বিবর্ণ ফুটবল খেলে ড্র নিয়েই সন্তুষ্ট ছিল। তবে, নতুন এই কোচ দ্বিতীয় ম্যাচটি স্মরণীয় করে রাখলেন।
ম্যাচের শুরু থেকেই ভিনিসিউস-রাফিনিয়ারা একের পর এক আক্রমণ চালিয়ে যায়। যদিও গোলের দেখা পেতে ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে কুনিয়ার পাস থেকে দলকে এগিয়ে দেন ভিনিসিউস জুনিয়র।
১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধেও ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে সেলেসাওরা। ৭৮ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ভিনিসিয়ুস। যদিও শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি।
প্যারাগুয়ের বিপক্ষে এই ১-০ গোলের জয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে ব্রাজিল; একই সাথে ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটও নিশ্চিত করেছে তারা।
নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby
কমেন্ট বক্স