যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা হ্রাসে নীতিগত চুক্তি: ট্রাম্প-জিনপিংয়ের অনুমোদনের অপেক্ষায়
লন্ডন/বেইজিং/ওয়াশিংটন: যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা কমাতে একটি কাঠামো তৈরিতে নীতিগতভাবে একমত হয়েছে উভয় দেশ। আজ বুধবার (১১ জুন) বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
এখন এই পরিকল্পনা দুই দেশের রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের কাছে অনুমোদনের জন্য পেশ করা হবে। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক আশাবাদী, এই চুক্তির ফলে বিরল খনিজ এবং চুম্বকজাত পণ্যের ওপর আরোপিত বিধিনিষেধের সমাধান হবে। লন্ডনে বেইজিং ও ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দুই দিনের বৈঠকের পরেই এই ঘোষণা এসেছে।
আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনা বিরল খনিজ রফতানি ছিল এই আলোচনার প্রধান বিষয়। গত মাসে শুল্কসংক্রান্ত একটি সাময়িক সমঝোতা হলেও, উভয় দেশই একে অপরের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনেছিল।