ঢাকা | বঙ্গাব্দ

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2025 ইং
ছবির ক্যাপশন:

ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মা-মেয়েসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু

পাবনা: পাবনার ঈশ্বরদীতে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়েসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আজ বুধবার (১১ জুন) সকাল ৭টায় উপজেলার ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন ও তার শিশু কন্যা পূর্ণতা। তৃতীয় নিহত ব্যক্তি হলেন ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান, যিনি লিচু বিক্রেতা ছিলেন।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মোশফিকুর রহমান জানান, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম পরিবারসহ শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোর ফিরছিলেন। পথে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে তারা লিচু কিনছিলেন। এ সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি কাভার্ডভ্যান মফিজুল ইসলাম, তার স্ত্রী, মেয়ে এবং লিচু বিক্রেতাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত মফিজুল ইসলামকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স