ঢাকা | বঙ্গাব্দ

কলম্বিয়ায় বোমা হামলা ও গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন ৭ জন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2025 ইং
ছবির ক্যাপশন:

কলম্বিয়ায় সিরিজ বোমা হামলা ও গোলাগুলিতে ৭ নিহত, আহত অর্ধশতাধিক

বোগোটা, কলম্বিয়া: কলম্বিয়ায় সিরিজ বোমা হামলা ও গোলাগুলির ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কলম্বিয়ার তৃতীয় বৃহত্তম শহর কালি এবং এর আশেপাশের কয়েকটি শহরকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। হামলাকারীরা গাড়ি বোমা, মোটরসাইকেল বোমা, রাইফেল এবং একটি ড্রোন ব্যবহার করেছে। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মোট ১৯টি হামলা সংঘটিত হয়েছে।

এর মধ্যে কাওকা অঞ্চলে ১২টি এবং ভ্যালে দেল কাওকা অঞ্চলে সাতটি হামলা হয়েছে। পুলিশ স্টেশন, পৌর ভবন এবং বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়। নিহতদের মধ্যে ২ জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

ধারণা করা হচ্ছে, এই হামলার সঙ্গে একসময়ের শক্তিশালী গেরিলা গোষ্ঠী রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া (ফার্ক)-এর একটি শাখা জড়িত। নিজেদের অবৈধ কার্যক্রম ও ব্যবসায় বাধা দেওয়ার কারণেই সরকারি বিভিন্ন স্থাপনা ও পুলিশকে লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স