ঢাকা | বঙ্গাব্দ

করোনা নিয়ে এখনই আতঙ্ক নয়, মানতে হবে বিধিনিষেধ: স্বাস্থ্যের ডিজি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2025 ইং
ছবির ক্যাপশন:

করোনা সংক্রমণ বাড়লেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদফতরের: জোর স্বাস্থ্যবিধি মানার ওপর

ঢাকা: দেশে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা ঊর্ধ্বমুখী হলেও, স্বাস্থ্য অধিদফতর এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু দেখছে না। তবে, সংস্থাটি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার ওপর জোর দিচ্ছে।

বুধবার (১১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর সাংবাদিকদের বলেন, "ভয় পাওয়ার কোনো কারণ নেই। করোনার টিকা কার্যক্রম এখনও চলমান রয়েছে। ১৭ লাখ টিকা এরইমধ্যে বিভিন্ন স্বাস্থ্য কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে এবং আরও ১৪ লাখ টিকা মজুদ আছে।"

তিনি আরও বলেন, আশেপাশের দেশের তুলনায় বাংলাদেশে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর সংখ্যা কম। তাই এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।


কিট সংকট নেই, নজরদারি বাড়ানো হয়েছে

মহাপরিচালক জানান, এখন পর্যন্ত ২৮ হাজার র‍্যাপিড কিট সংগ্রহ করা হয়েছে। এছাড়া ১০ হাজার আরটিপিসিআর কিট দ্রুতই সংগ্রহ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগের কারণে কিটের কোনো সংকট হবে না।

করোনার নতুন ভ্যারিয়েন্ট কতটা ভয়াবহ, এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা বলেন, "এখনও এমন কোনো রিসার্চ প্রতিষ্ঠিত না। সময়ের সাথে বিষয়টি স্পষ্ট করে বলা যাবে।"

সংক্রমণ রোধে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সকল স্থল, নৌ ও বিমানবন্দরের আইএইচআর ডেস্কসমূহে নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বাইরে বের হলে মাস্ক পরার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। জ্বর, হাঁচি বা কাশি হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাসায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং উপসর্গ দেখা দিলে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে করোনা পরীক্ষা করানোর কথাও বলছেন চিকিৎসকরা।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স