ঢাকা | বঙ্গাব্দ

প্রতিরক্ষা খাতে ২০ শতাংশ বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত পাকিস্তানের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2025 ইং
ছবির ক্যাপশন:

ভারতের সঙ্গে সংঘাতের পর পাকিস্তানের প্রতিরক্ষা ব্যয় ২০% বৃদ্ধি, কমছে কেন্দ্রীয় বরাদ্দ

ইসলামাবাদ, পাকিস্তান: ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর পাকিস্তান তাদের প্রতিরক্ষা খাতে বরাদ্দ ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে, একই সাথে ২০২৫-২৬ অর্থবছরের মোট কেন্দ্রীয় ব্যয় কমিয়ে আনার ঘোষণা দিয়েছে দেশটি। মঙ্গলবার (১০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের মোট বাজেট বরাদ্দ অন্তত ৭ শতাংশ কমিয়ে প্রায় ১৮ ট্রিলিয়ন রুপি নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে, সামরিক সক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ২.১২ ট্রিলিয়ন থেকে বাড়িয়ে ২.৫৫ ট্রিলিয়ন রুপিতে উন্নীত করা হয়েছে।

এর আগে, গত তিন দশকের মধ্যে ভারতের সাথে সবচেয়ে গুরুতর সংঘাতের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সামরিক বাহিনীকে শক্তিশালী করার উদ্যোগ নেয় দেশটির সরকার। এই উদ্যোগের পরই প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর এই সিদ্ধান্ত এলো।

তবে বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরোপিত আমদানি শুল্কের জেরে, পাকিস্তানের বৃহত্তম রফতানি বাজারে অনিশ্চিত পরিস্থিতির সাথেও দেশটিকে মোকাবিলা করতে হতে পারে।

উল্লেখ্য, পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাম্প্রতিক উদ্যোগগুলো আসন্ন বাজেটে প্রতিফলিত হতে দেখা যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স