ঢাকা | বঙ্গাব্দ

কারফিউ অমান্য করায় লস অ্যাঞ্জেলেসে চলছে ‘গণগ্রেফতার’

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2025 ইং
ছবির ক্যাপশন:

লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারির পর 'গণগ্রেফতার' চলছে: পুলিশ

লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারির পর থেকে রাস্তায় লোক জড়ো হওয়ার সাথে সাথে 'গণগ্রেফতার' চলছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার (১১ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) সামাজিকমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে লিখেছে, কারফিউ বলবৎ থাকায় 'এই অভিবাসী দলগুলোকে মোকাবেলা করা হচ্ছে এবং গণগ্রেফতার চলছে।'

এর আগে, ক্যালিফোর্নিয়ায় অভিবাসনবিরোধী ট্রাম্প প্রশাসনের ধরপাকড়ের প্রতিবাদে শহরের ডাউনটাউনে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে লস অ্যাঞ্জেলেসে আংশিক কারফিউ জারি করা হয়।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস জানিয়েছেন, কারফিউ রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে এবং এটি প্রায় এক বর্গমাইলজুড়ে ডাউনটাউন এলাকাকে কভার করবে। লস অ্যাঞ্জেলেসে ভাঙচুর ও লুটপাট ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স