ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের সেই ছাত্রদল নেতা বাবু স্থায়ীভাবে বহিষ্কার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2025 ইং
ছবির ক্যাপশন:

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুকে স্থায়ী বহিষ্কার

ঢাকা: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ বুধবার (১১ জুন) দুপুরে ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহিদুল ইসলাম বাবুকে তার প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই বহিষ্কারের অনুমোদন দিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্রদলের সকল নেতাকর্মীকে জাহিদুল ইসলাম বাবুর সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১০ জুন) নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনতার হাতে অবরুদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে জাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছিল। এ সময় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে উত্তেজিত জনতা পিটুনি দিয়ে ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছে সোপর্দ করে



নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স