ঢাকা | বঙ্গাব্দ

নাটোরে ফসলি জমির মাটি পরিবহনের সময় ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2025 ইং
ছবির ক্যাপশন:

নাটোরে অবৈধ মাটি পরিবহনের সময় ৪০টি ট্রাক্টর জব্দ করলো সেনাবাহিনী

নাটোর: ফসলি জমির মাটি অবৈধভাবে পরিবহনের অভিযোগে নাটোরে ৪০টি ট্রাক্টর জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার (১১ জুন) দুপুরে সদর উপজেলার বাকশোর এলাকা থেকে এই ট্রাক্টরগুলো জব্দ করা হয়।

নাটোর সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা যায়, সদর উপজেলার বাকশোর ঘাট গ্রামে প্রায় চল্লিশ বিঘা ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন কার্যক্রম চলছিল। এই পুকুর খননের মাটি একটি চক্র ট্রাক্টরযোগে আঞ্চলিক সড়ক ও মহাসড়ক ব্যবহার করে বিভিন্ন ইট ভাটায় সরবরাহ করছিল। কৃষি কাজের জন্য ব্যবহৃত ট্রাক্টর দিয়ে অবৈধভাবে মাটি পরিবহনের সময় এই ৪০টি ট্রাক্টর জব্দ করা হয়। পরে জব্দকৃত ট্রাক্টরগুলো ট্র্যাফিক পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নাটোর সদর ট্র্যাফিক পুলিশের সার্জেন্ট মো. উমর ফারুক জানান, সেনাবাহিনী বাকশোর এলাকায় মাটি পরিবহনের সময় এই ট্রাক্টরগুলো আটক করে পুলিশ লাইন্সে এনে ট্র্যাফিক বিভাগের কাছে হস্তান্তর করেছে। তিনি আরও বলেন, এই ট্রাক্টরগুলোর সড়ক-মহাসড়কে চলাচলের অনুমতি নেই। এ কারণে সড়ক পরিবহন আইনে প্রতিটি ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত নিশ্চিত করেছেন যে, জেলা প্রশাসন থেকে কাউকেই ফসলি জমিতে পুকুর খননের কোনো অনুমতি দেওয়া হয়নি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স