সিঙ্গাপুরের বিপক্ষে হারের জন্য জাতির কাছে ক্ষমা চাইলেন গোলকিপার মিতুল মারমা
ঢাকা: এশিয়ান কাপ বাছাইপর্বের সিঙ্গাপুর-বাংলাদেশ ম্যাচের ফলাফলের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় ফুটবল দলের গোলকিপার মিতুল মারমা। বুধবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি এই কথা বলেন।
মিতুল মারমা লিখেছেন, "আমার জীবনের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত আমার ওপর গভীর প্রভাব ফেলেছে। আমাকে এমন কিছুর মুখোমুখি হতে হয়েছে, যা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমার বড় ভাইয়ের মৃত্যুতে সত্যি আমি কষ্ট পেয়েছি। ভাইকে হারানোর এই দুঃসংবাদের মধ্যেও আমি নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। দলের জন্য কিছু করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি—এ জন্য আমি সত্যিই দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করছি। আমার জন্য সত্যিই এটি কঠিন সময় ছিল।"
শক্তিশালী হয়ে ফেরার অঙ্গীকার
নিজের আবেগঘন পোস্টে মিতুল মারমা আরও শক্তিশালী হয়ে ফেরার বার্তা দিয়ে বলেন, "আবারও বলছি, ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। বিশ্বাস রাখুন, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।"
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে হামজা-তপু-বর্মণরা লড়াই করেও সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল। ম্যাচের একেবারে শেষ দিকে শাহরিয়ার ইমনের অসাধারণ হেডটি কোনোমতে মাঠের বাইরে পাঠিয়ে দেন সিঙ্গাপুরের গোলকিপার। সেই গোলটি হলে বাংলাদেশ ব্যবধান আরও কমাতে পারত, কিন্তু তা আর সম্ভব হয়নি।