ঢাকা | বঙ্গাব্দ

আবারও গাইবান্ধায় হ্যাকার চক্রের বাড়ি থেকে সরঞ্জাম উদ্ধার, দুই সদস্য কারাগারে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2025 ইং
ছবির ক্যাপশন:

গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ২ সদস্য আটক, উদ্ধার বিপুল পরিমাণ সিম ও টাকা

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে হ্যাকার চক্রের দুই সদস্য ওহেদুল ইসলাম (৩৯)মামুন মিয়া (৩৭)-কে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। তাদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি ভাতার টাকা মোবাইল সিম হ্যাক করে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।


অভিযানের বিস্তারিত

বুধবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামের আটক দুই হ্যাকার গ্রুপের সদস্যের বাড়িতে এই যৌথ অভিযান চালানো হয়। মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন রুবায়েত ইসলাম। এ সময় গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

আটককৃত ওহেদুল দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামের রমজান আলীর ছেলে এবং মামুন একই গ্রামের মধু মিয়ার ছেলে।


হ্যাকিংয়ের ধরন ও উদ্ধারকৃত সরঞ্জাম

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, ওহেদুল ও মামুন হ্যাকার চক্রের সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য সরকারি ভাতা বিকাশ ও নগদের মাধ্যমে মোবাইল সিমকার্ড হ্যাক করে প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

ওসি আরও জানান, অভিযানে আটক দু'জনের বাড়ি থেকে বিভিন্ন কোম্পানির ২৩৭৪টি সিম কার্ড, ২টি সিসি ক্যামেরা, ১টি রাউটার, ১টি ল্যাপটপ, ৭টি মোবাইল ফোন, বিভিন্ন ভাতাভোগীদের সিম কার্ডের পিন কোডের ৪টি রেজিস্ট্রার এবং নগদ ৬ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।


পূর্ববর্তী অভিযান

এর আগে, গত শুক্রবার (১৬ মে) রাতে একই গ্রামের জুয়েল মিয়া ও রনি মিয়া নামের দুই হ্যাকারের বাড়িতেও পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছিলেন। সে সময় বিভিন্ন কোম্পানির ২২১৩টি সিম কার্ড, ১২টি মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম এবং নগদ টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের আগেই পালিয়ে যাওয়ায় জুয়েল ও রনিকে আটক করা সম্ভব হয়নি। ওই ঘটনায়ও তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স