মনিরামপুরে ১৭ জেলার মতুয়া সম্প্রদায়ের সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত
যশোর: যশোরের মনিরামপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ১৭ জেলার মতুয়া সম্প্রদায়ের এক বিশাল সম্মেলন ও মিলনমেলা। বুধবার (১১ জুন) সকাল থেকে রাত পর্যন্ত কেন্দ্রীয় মতুয়া মিশনের উদ্যোগে এই মিলনমেলার আয়োজন করা হয়। উপজেলার হরিদাসকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতুয়া সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেন।
উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় আরাধনা
বিভিন্ন স্থান থেকে ঢোল-তবলা নিয়ে আসেন মতুয়া সম্প্রদায়ের ভক্তরা, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে। আয়োজনের প্রথম পর্বে ১২টি দলের ডঙ্কা সবার নজর কাড়ে। এ সময় ভক্তরা শান্তিপূর্ণভাবে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের আরাধনা করেন এবং পরস্পরের সাথে কুশল বিনিময় করেন।
এই অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এবং হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এই মিলনমেলা মতুয়া সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সংহতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।