ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বাড়ি পুড়ে ছাই

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2025 ইং
ছবির ক্যাপশন:

রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাড়িতে আগুন: হতাহত নেই

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেলেও, সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১১ জুন) রাত ৯টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের হিরনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে হিরনাল ফকির বাড়ি এলাকার হালিম ফকিরের বাড়ি থেকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এরপর মুহূর্তের মধ্যেই ওই বাড়িতে আগুন ধরে যায়।

রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই আগুনে বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে, ঈদ উপলক্ষে বাড়ির সকল সদস্য আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায়, কোনো প্রাণহানি ঘটেনি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স