ঢাকা | বঙ্গাব্দ

মধ্যরাতে শেষ হলো নিষেধাজ্ঞা, মাছ শিকার শুরু জেলেদের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2025 ইং
ছবির ক্যাপশন:

সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা শেষ: ভোলার জেলেদের মধ্যে ফিরেছে কর্মচাঞ্চল্য

ভোলা: সাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা মধ্যরাতে শেষ হয়েছে। এর ফলে দীর্ঘদিন পর আবারও সরগরম হয়ে উঠেছে দেশের জেলেপল্লী ও মৎস্য অবতরণ কেন্দ্রগুলো।

আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকেই ভোলার জেলেরা তাদের ফিশিং বোট ও জাল নিয়ে মাছ শিকারের উদ্দেশে সাগরে রওনা হয়েছেন। কেউ কেউ তো মধ্যরাত থেকেই সমুদ্রের পথে যাত্রা শুরু করেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সমুদ্র উপকূলীয় জেলে পল্লীগুলোতে ফিরে এসেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।


জেলেদের মুখে স্বস্তি ও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

জেলেরা জানান, নিষেধাজ্ঞার এই সময়টায় তারা পুরোপুরি কর্মহীন ছিলেন। পরিবার চালাতে তাদের ধারদেনা করতে হয়েছে। এখন নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাছ শিকার করে সেই ধারদেনা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। উল্লেখ্য, ভোলার সাতটি উপজেলায় সাগরে মাছ শিকার করা নিবন্ধিত জেলের সংখ্যা কমপক্ষে ৬৪ হাজার


নিষেধাজ্ঞার সময়কাল ও পরিবর্তনের কারণ

এর আগে, গত ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ইলিশসহ সামুদ্রিক মাছের টেকসই উৎপাদন নিশ্চিত করতে ২০১৫ সাল থেকে প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়ে আসছিল সরকার।

তবে, এই সময়ে প্রতিবেশী দেশ ভারতের জেলেরা সমুদ্রে মাছ শিকার করত, যার ফলে বাংলাদেশের নিষেধাজ্ঞা পুরোপুরি লক্ষ্য অর্জনে ব্যর্থ হতো বলে অনেকের ধারণা ছিল। এই বিষয়টি বিবেচনা করে, এবার ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের নিষেধাজ্ঞা নির্ধারণ করা হয়েছিল। কোস্টগার্ড, নৌপুলিশ, স্থানীয় প্রশাসন এবং মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স