সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ কর্তৃক ৭০ জন বাংলাদেশি 'পুশ ইন', পরে বিজিবি'র আটক
সিলেট/সুনামগঞ্জ: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জন বাংলাদেশি নাগরিককে 'পুশ ইন' করেছে। বুধবার (১১ জুন) দিবাগত রাতে এই ঘটনা ঘটে এবং পরবর্তীতে সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) তাদের আটক করে।
'পুশ ইন' ও আটকের বিস্তারিত
৪৮ ব্যাটালিয়ন বিজিবি জানিয়েছে, রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই 'পুশ ইন'-এর ঘটনা ঘটে। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার শ্রীপুর মোকামপুঞ্জি সীমান্তে ১৭ জন এবং মিনাটিলা সীমান্তে ২৩ জনকে 'পুশ ইন' করে বিএসএফ। একই সময়ে, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ১৩ জন এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্তে ১৭ জনকে 'পুশ ইন' করা হয়। এরপর বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে ৪৩ জন কুড়িগ্রাম জেলার বাসিন্দা এবং বাকি ২৭ জন লালমনিরহাট জেলার বাসিন্দা বলে বিজিবি জানিয়েছে।
এই ঘটনা সীমান্ত এলাকায় নতুন করে আলোচনা তৈরি করেছে এবং সীমান্ত ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছে।