আগামী ২-৩ দিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, রোববার থেকে বৃষ্টির পূর্বাভাস
ঢাকা: আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে, সুখবর হলো, আগামী রোববার থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তখন তাপমাত্রাও কমতে শুরু করবে।
বৃহস্পতিবার (১২ জুন) এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান এই তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা রাজশাহী, রংপুর, পাবনা এবং নীলফামারিতে রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ আরও জানান, বর্ষাকালে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে, যে কারণে ভ্যাপসা গরম বেশি অনুভূত হচ্ছে। তবে, আবহাওয়া অধিদফতর এই ভ্যাপসা গরমকে সাধারণ হিসেবেই দেখছে।