উত্তর কোরিয়া সব সময় রাশিয়ার পাশে থাকবে: কিম জং উন
পিয়ংইয়ং: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা করেছেন যে, তার দেশ সব সময় রাশিয়ার পাশে থাকবে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রুশ ফেডারেশনের জাতীয় দিবসে কিম জং উন উত্তর কোরিয়ার জনগণের পক্ষ থেকে রাশিয়াকে অভিনন্দন জানান। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দেশটির জনগণকে শুভেচ্ছা জানান।
'প্রিয় কমরেড' পুতিন ও অটুট সম্পর্ক
উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে, রাশিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে পাঠানো এক বার্তায় কিম, পুতিনকে তার 'প্রিয় কমরেড' বলে সম্বোধন করেন।
কিম আরও বলেন, ইতিহাসে বহু চ্যালেঞ্জ অতিক্রম করে দুই দেশের বন্ধন অটুট রয়েছে।
ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা
উল্লেখ্য, গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পিয়ংইয়ং সফর করেন।