আজ ঢাকায় বৃষ্টিহীন মেঘলা আকাশ, ভ্যাপসা গরমের পূর্বাভাস
আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকেই রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা মিলবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টায় প্রকাশিত ছয় ঘণ্টার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আংশিক মেঘলা অথবা অস্থায়ীভাবে মেঘে ঢাকা থাকতে পারে। যদিও গরমের মাত্রা কিছুটা কমতে পারে, তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম থেকে সহজে মুক্তি মিলবে না।
তাপমাত্রা ও আর্দ্রতার চিত্র
আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ভোর ৬টায় ঢাকায় ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকাল বুধবার (১১ জুন) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। ফলে বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও বৃষ্টির মাধ্যমে গরম কমার সম্ভাবনা নেই, যার কারণে নগরবাসীকে কিছুটা ভ্যাপসা গরম সহ্য করতে হতে পারে।
বর্ষা মৌসুমের আগমন ও সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে বর্ষা মৌসুম শুরুর অপেক্ষায় রয়েছে। তবে এখনও মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় হয়নি। দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় মৌসুমী বায়ুর প্রভাব দেখা গেলেও রাজধানী এলাকায় তা পৌঁছায়নি।
তবে, আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতও হতে পারে।