বলিভিয়ায় প্রেসিডেন্ট পদত্যাগের দাবিতে সহিংস বিক্ষোভ: নিহত ৩
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া প্রেসিডেন্ট লুইস আরসের পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভে উত্তাল। সম্প্রতি চলমান এই সহিংসতায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১২ জুন), বিক্ষোভকারীরা দেশটির বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে দুইজন পুলিশ কর্মকর্তা এবং একজন ফায়ার সার্ভিস কর্মী প্রাণ হারিয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য বলিভিয়ার জনগণ বর্তমান প্রেসিডেন্টকে দায়ী করছে। একই সঙ্গে, সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা তার পদত্যাগের দাবি তুলেছেন I