ঢাকা | বঙ্গাব্দ

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বলিভিয়া, সহিংসতায় নিহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2025 ইং
ছবির ক্যাপশন:

বলিভিয়ায় প্রেসিডেন্ট পদত্যাগের দাবিতে সহিংস বিক্ষোভ: নিহত ৩

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া প্রেসিডেন্ট লুইস আরসের পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভে উত্তাল। সম্প্রতি চলমান এই সহিংসতায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে

গতকাল বুধবার (১২ জুন), বিক্ষোভকারীরা দেশটির বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে দুইজন পুলিশ কর্মকর্তা এবং একজন ফায়ার সার্ভিস কর্মী প্রাণ হারিয়েছেন

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য বলিভিয়ার জনগণ বর্তমান প্রেসিডেন্টকে দায়ী করছে। একই সঙ্গে, সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা তার পদত্যাগের দাবি তুলেছেন I

মূলত, ইভো মোরালেসকে নির্বাচনে অযোগ্য ঘোষণার পর থেকেই দেশটিতে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়। পরবর্তী নির্বাচনে তার অংশগ্রহণের সুযোগের দাবিতে হাজার হাজার কর্মী-সমর্থক রাজপথে নেমে আসেন, যা বর্তমান অস্থিরতার মূল কারণ।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স