দিল্লিতে 'রেড অ্যালার্ট' জারি: তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত
ভারতের রাজধানী দিল্লিতে 'রেড অ্যালার্ট' জারি করা হয়েছে। অতি তীব্র তাপপ্রবাহের কারণে হিট ইনডেক্সে (আর্দ্রতা বিবেচনায় তাপমাত্রা অনুভব করার মাত্রা) তাপমাত্রা ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় এই সতর্কতা জারি করা হয়। ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এই তথ্য জানিয়েছে।
গতকাল বুধবার (১১ জুন), শহরের বিভিন্ন আবহাওয়া স্টেশনের তথ্য যাচাই করে দেখা গেছে, দিল্লিতে ৪০.৯ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বিরাজ করছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার দিল্লির আয়ানগরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যান্য এলাকাগুলোর মধ্যে পালামে (৪৪.৫), রিজে (৪৩.৬), পিতমপুরায় (৪৩.৫), লোদি রোডে (৪৩.৪), ময়ূর বিহারে (৪০.৯) এবং সফদরজং বেস স্টেশনে (৪৩.৩) উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তাপপ্রবাহের তীব্রতা ও প্রভাব
দেশটির আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে যে, রাজধানী দিল্লিতে তাপপ্রবাহের (হিটওয়েভ) পরিস্থিতি চলছে। এই তাপপ্রবাহ শুক্রবার (১৩ জুন) পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানেও 'রেড অ্যালার্ট' জারি করা হয়েছে। অন্যদিকে, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশে 'অরেঞ্জ অ্যালার্ট' জারি করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, 'রেড অ্যালার্ট' মানে হলো জনসাধারণেরকে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। যেমন: বেশি পানি পান করা, রোদ এড়িয়ে চলা এবং দুপুরের সময় বাইরে যাওয়া পরিহার করা।
রাজ্যগুলোতে তাপমাত্রা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। গরমজনিত অসুস্থতার ঘটনা বাড়তে থাকায় কর্তৃপক্ষ স্বাস্থ্য সতর্কতাও জারি করেছে।
পরিস্থিতির উন্নতির সম্ভাবনা
তবে আশা করা হচ্ছে, শনিবার (১৪ জুন) থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সেদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, আবহাওয়া বিভাগের সংজ্ঞা অনুযায়ী:
- তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হলে তাকে বলা হয় 'মৃদু তাপপ্রবাহ'।
- তাপমাত্রা ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা 'মাঝারি তাপপ্রবাহ' বলে গণ্য হয়।
- তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় 'তীব্র তাপপ্রবাহ'।
- আর তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তা 'অতি তীব্র তাপপ্রবাহ' বলে গণ্য হয়।