ঢাকা | বঙ্গাব্দ

‘প্রধান উপদেষ্টা-তারেক রহমানের বৈঠকে নির্বাচন ও সংস্কার বিষয় গুরুত্ব পাবে’

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2025 ইং
ছবির ক্যাপশন:

লন্ডন বৈঠকে নির্বাচন ও সংস্কার ইস্যু প্রাধান্য পাবে: রুহুল কবির রিজভী

ঢাকা, বৃহস্পতিবার (১২ জুন): লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমান-এর মধ্যকার আসন্ন বৈঠকে দেশের নির্বাচন ও সংস্কার ইস্যু গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

রুহুল কবির রিজভী বলেন, "আসন্ন নির্বাচন, সংস্কার এবং গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" তিনি আরও মন্তব্য করেন যে, এই বৈঠকের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা পূরণ হবে।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, "উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতারা অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। এ বিষয়টি আড়াল করতে নানা ষড়যন্ত্র হচ্ছে।"


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স