লন্ডন বৈঠকে নির্বাচন ও সংস্কার ইস্যু প্রাধান্য পাবে: রুহুল কবির রিজভী
ঢাকা, বৃহস্পতিবার (১২ জুন): লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমান-এর মধ্যকার আসন্ন বৈঠকে দেশের নির্বাচন ও সংস্কার ইস্যু গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
রুহুল কবির রিজভী বলেন, "আসন্ন নির্বাচন, সংস্কার এবং গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" তিনি আরও মন্তব্য করেন যে, এই বৈঠকের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা পূরণ হবে।
Abdur Rabby
