ভারতে সজীব ওয়াজেদ জয়: মা শেখ হাসিনার সঙ্গে প্রথম সাক্ষাৎ
ঢাকা, ১২ জুন: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে ভারতে অবস্থান করছেন। গত ঈদুল আজহার আগের দিন, অর্থাৎ গত শুক্রবার (৬ জুন), তিনি তার মায়ের সঙ্গে দেখা করতেই ভারত এসেছেন। গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছেলে জয়ের এটিই প্রথম সাক্ষাৎ।
ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং দেশটিতে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার বরাতে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে সূত্রগুলো বলছে, ক্ষমতা হারানোর পর মা-ছেলের এই সাক্ষাৎ অনেকটাই পারিবারিক, যতটা না রাজনৈতিক।
জয়ের ভারত সফর ও নাগরিকত্বের নতুন দিক
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দেয়। কিন্তু সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়েছেন। এর কয়েক দিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান। গ্রিন কার্ড পাওয়ার পর থেকেই জয়ের ভারত ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল। যদিও তার কয়েক মাস পর ভারতে আসার কথা ছিল, তিনি তার সফর এগিয়ে আনেন।
ভারতে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়ে তাকে সেই গোপন ঠিকানায় পৌঁছে দেওয়া হয়, যেখানে শেখ হাসিনা অবস্থান করছেন। ওই ঠিকানায় শেখ হাসিনার বোন শেখ রেহানাও রয়েছেন।
এছাড়া, শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও কর্মসূত্রে দিল্লিতে থাকেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তার সঙ্গে ভাই জয়ের দেখা হয়েছে কি না, তা কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি।