ঢাকা | বঙ্গাব্দ

ইরাকে নিরাপত্তা হুমকির কারণে মার্কিন দূতাবাস খালি করার সিদ্ধান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইরাকে নিরাপত্তা হুমকিতে মার্কিন দূতাবাস আংশিকভাবে খালি করার সিদ্ধান্ত

বাগদাদ, ইরাক, বৃহস্পতিবার (১২ জুন): ইরাকে নিরাপত্তা হুমকি বেড়ে যাওয়ায় বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস আংশিকভাবে খালি করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রশাসন জানিয়েছে যে বাগদাদ দূতাবাস থেকে অত্যাবশ্যকীয় নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হবে। একই সাথে, বাহরাইনে অবস্থানরত মার্কিন সেনাসদস্যদের পরিবারের সদস্যদেরও সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।


ইসরায়েল-ইরান সংঘাতের আশঙ্কা ও মার্কিন গোয়েন্দা সতর্কতা

যুক্তরাষ্ট্র প্রশাসন জানিয়েছে, বুধবার (১১ জুন) ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, যদি ইসরায়েল ইরানের অভ্যন্তরে আক্রমণ করে, তাহলে ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। আর তাই নিজেদের নাগরিকদের নিরাপত্তার কথা চিন্তা করে যুক্তরাষ্ট্র দূতাবাস আংশিকভাবে খালি করার এই সিদ্ধান্ত নিয়েছে।


পারমাণবিক আলোচনা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা

উল্লেখ্য, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং ইতোমধ্যে কয়েক দফা বৈঠকও হয়েছে। তবে, যদি চলমান আলোচনা সফল না হয় এবং ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধ না করে, তাহলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়াই দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে। আর এ নিয়ে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ক্রমেই উত্তেজনা বাড়ছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স