ইসরায়েলি হামলায় ৯ ভাই-বোন ও বাবাকে হারানো আদমসহ ১৭ ফিলিস্তিনি শিশু ইতালিতে, ১৬ জন জর্ডানে
মিলান, ইতালি, বৃহস্পতিবার (১২ জুন): ইসরায়েলি হামলায় ৯ ভাই-বোন ও বাবাকে হারানো শিশু আদম আল-নাজ্জারসহ আরও ১৭ ফিলিস্তিনি শিশুকে চিকিৎসার জন্য ইতালিতে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল বুধবার (১১ জুন) ইতালির মিলান শহরের লাইনেট বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি অবতরণ করে। এসময় ১১ বছর বয়সী আদম আল-নাজ্জারকে তার মা ডা. আলা আল-নাজ্জারের সাথে দেখা যায়। খবর আরব নিউজ ও টাইমস অব ইসরায়েলের।
এর আগে, গত ২৩ মে খান ইউনিসে নিজ বাড়িতে ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়েছিলেন আদম আল-নাজ্জারের বাবা, ৪০ বছর বয়সী ফিলিস্তিনি চিকিৎসক হামদি আল-নাজ্জার। স্ত্রীকে কর্মস্থল নাসের হাসপাতালে পৌঁছে দিয়ে বাড়িতে ফেরার পরপরই তিনি এই হামলার শিকার হন এবং গত ৩১ মে তার মৃত্যু হয়।
ইতালিতে উষ্ণ অভ্যর্থনা ও জর্ডানে চিকিৎসা সহায়তা
গতকাল বুধবার (১১ জুন) চিকিৎসার জন্য ইতালিতে আসা আরও ১৭ ফিলিস্তিনি শিশুকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী। শিশুরা তাদের অভিভাবকদের সাথে এসেছে।
এদিকে, জর্ডান-গাজা মেডিকেল করিডোর ব্যবহার করে আরও ১৬ ফিলিস্তিনি শিশুকে চিকিৎসার জন্য জর্ডানে নিয়ে যাওয়া হয়েছে। এই শিশুদের মধ্যে ১০ জনই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত।