ঢাকা | বঙ্গাব্দ

ভারতে বিধ্বস্ত সেই বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2025 ইং
ছবির ক্যাপশন:

আহমেদাবাদে বিমান বিধ্বস্ত: আরোহীদের মধ্যে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি

আহমেদাবাদ, ভারত, বৃহস্পতিবার (১২ জুন): ভারতের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটির আরোহীদের মধ্যে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি যাত্রী তালিকার নথি অনুযায়ী, 'বিজয় রমণীকলাল রূপানি' ছিলেন তালিকার ১২তম যাত্রী। ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরেই বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনার পর বিজয় রূপানির রাজকোটের বাসভবনের বাইরে এক উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। উদ্বিগ্ন এবং অশ্রুসিক্ত চোখে প্রতিবেশীরা তার বাড়ির বাইরে জড়ো হতে শুরু করেছেন।

বিধ্বস্ত হওয়া বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যার মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য। কর্তৃপক্ষ এখনও হতাহতের কোনো তথ্য জানায়নি।

উল্লেখ্য, বিজয় রূপানি ২০১৬ সালের আগস্ট থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত গুজরাট রাজ্যের ১৬তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স