ঢাকা | বঙ্গাব্দ

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ মোদির

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2025 ইং
ছবির ক্যাপশন:

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রী মোদির শোক প্রকাশ

আহমেদাবাদ, ভারত, বৃহস্পতিবার (১২ জুন): ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনগামী ফ্লাইটটি বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরেই বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) নরেন্দ্র মোদি লিখেছেন, "আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের হতবাক ও দুঃখিত করেছে। এটি এমন এক হৃদয়বিদারক ঘটনা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই দুঃখের মুহূর্তে, বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি।"

তিনি আরও লিখেছেন, "ক্ষতিগ্রস্তদের সহায়তার সঙ্গে যুক্ত মন্ত্রী এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আমি যোগাযোগ করেছি।"


আরোহী ও বর্তমান পরিস্থিতি

বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন কেবিন ক্রু। বিমানটির মোট যাত্রীদের মধ্যে ৬১ জন বিদেশি নাগরিক ছিলেন। এর মধ্যে ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগালের নাগরিক। বাকি ১৬৯ জনই ছিলেন ভারতীয় নাগরিক

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে ধূসর ধোঁয়ার ঘন কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুলিশ ওই এলাকার যান চলাচল বন্ধ করে দিয়েছে।

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটি লন্ডনের গ্যাটউইকে যাচ্ছিলো। কর্তৃপক্ষ এখনও এই দুর্ঘটনায় হতাহতের কোনো তথ্য জানায়নি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স