ঢাকা | বঙ্গাব্দ

‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2025 ইং
ছবির ক্যাপশন:

ড. মুহাম্মদ ইউনূস পেলেন ‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড

লন্ডন, বৃহস্পতিবার (১২ জুন): ব্রিটেনের মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস স্বয়ং তার হাতে এই সম্মাননা তুলে দেন।

বিশ্বব্যাপী শান্তি, স্থিতিশীলতা এবং পরিবেশ-প্রকৃতি ও মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টাকে এই সম্মাননার জন্য মনোনীত করেন।


ব্রিটিশ রাজার সঙ্গে একান্ত বৈঠক ও আলোচনা

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে এদিন সকাল সাড়ে ১১টায় ড. মুহাম্মদ ইউনূস বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একটি একান্ত বৈঠকে মিলিত হন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এই বৈঠকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় ‘দ্য কিংস ফাউন্ডেশন’। তৎকালীন প্রিন্স অব ওয়েলসের উদ্যোগে গঠিত এই দাতব্য প্রতিষ্ঠানটি প্রতি বছর টেকসই উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে থাকে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স