ইরানে হামলার পর নেতানিয়াহুর জাতির উদ্দেশে ভাষণ: "হুমকি শেষ না হওয়া পর্যন্ত হামলা চলবে"
তেহরান, ইরান, শুক্রবার (১৩ জুন): ইরানে ধারাবাহিক হামলার পরপরই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে তিনি স্পষ্ট জানিয়েছেন, যতদিন প্রয়োজন হবে, ততদিনই তেল আবিব ইরানে হামলা অব্যাহত রাখবে।
শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোরে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই ভাষণ দেন।
নেতানিয়াহু বলেন, "ইরানের হুমকি মোকাবেলায় কিছুক্ষণ আগেই ইসরায়েল 'অপারেশন রাইজিং লায়ন' পরিচালনা করেছে। তেল আবিবের অস্তিত্বের জন্য এই হুমকি শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। দশকের পর দশক ধরে তারা (ইরান) আমাদের ধ্বংসের জন্য হুঙ্কার দিয়ে আসছে।"
ইরানের ক্ষয়ক্ষতি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
এদিকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় দিবাগত রাত তিনটার দিকে তেহরানের বেশ কয়েকটি স্থানে দফায় দফায় অন্তত ৯টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় বেশ কিছু বেসামরিক এবং আবাসিক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
এছাড়াও ইসফাহান প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হামলায় পরমাণু কেন্দ্রটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নাতাঞ্জে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
'অপারেশন রাইজিং লায়ন' নামের এই অভিযানে ইসরায়েলের বেশ কয়েকটি যুদ্ধবিমান অংশ নেয়। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই।