ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধানসহ ২ পরমাণু বিজ্ঞানী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইসরায়েলি হামলায় আইআরজিসি প্রধান হোসেইন সালামি নিহত: ২ পরমাণু বিজ্ঞানীও মৃত

তেহরান, ইরান, শুক্রবার (১৩ জুন): ইসরায়েলের হামলায় ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি মারা গেছেন। এছাড়া এই হামলায় ২ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলেও জানা গেছে।

শুক্রবার (১৩ জুন) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম এবং তেহরান টাইমস এই তথ্য নিশ্চিত করেছে। এই হামলায় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারও প্রাণহানি হয়েছে।

প্রতিবেদনে জানা গেছে, হামলার সময় মেজর জেনারেল হোসেইন সালামি আইআরজিসির সদর দপ্তরে (হেডকোয়ার্টার্স) অবস্থান করছিলেন। একই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরির মৃত্যুর গুঞ্জন উঠলেও, ইরানি বার্তা সংস্থা ইরনা তা উড়িয়ে দিয়েছে।

এদিকে, হামলায় তেহরানের অন্তত ৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান হামলার পর সাময়িকভাবে ইরানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স