ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা অস্বীকার: ইরান ও ইসরায়েলের ভিন্ন দাবি
ওয়াশিংটন/তেহরান, শুক্রবার (১৩ জুন): ইরানে ইসরায়েলি হামলার সাথে যেকোনো ধরনের সম্পৃক্ততার দাবি পুরোপুরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ জুন) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই হামলা ইসরায়েল একতরফাভাবে পরিচালনা করেছে এবং এতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়।
মার্কো রুবিও আরও বলেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
ইসরায়েল ও ইরানের পাল্টা দাবি
অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে যে, ইরানের পারমাণবিক বোমা তৈরির অগ্রগতির প্রমাণ তারা যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে তুলে ধরেছে। এবং এ বিষয়ে ওয়াশিংটন তাদেরকে পূর্ণাঙ্গ ও সমন্বিত সহযোগিতা করেছে।
তবে, ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইসরায়েলের এই অভিযানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছিল বলে অভিযোগ করেছেন। তিনি এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছেন।