ঢাকা | বঙ্গাব্দ

অতিরিক্ত ভাড়ার অভিযোগে সেনাবাহিনীর অভিযান, জরিমানা ও অর্থ ফেরত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2025 ইং
ছবির ক্যাপশন:

পটুয়াখালীর বাউফলে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: সেনাবাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, যাত্রীদের অর্থ ফেরত

পটুয়াখালী, বৃহস্পতিবার (১২ জুন): ঈদযাত্রায় যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় বগা ফেরিঘাট এলাকায় বাউফল অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট তকী এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে প্রায় ১০টি বাস আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডুর উপস্থিতিতে “মুন পরিবহন”-এর দুটি, “বাউফল ট্রাভেলস” ও “আল মদিনা ট্রাভেলস”-এর একটি করে বাসকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।


পালিয়েছে বাসচালক ও স্টাফরা, যাত্রীরা ফিরে পেলেন অতিরিক্ত ভাড়া

সেনাবাহিনী অতিরিক্ত ভাড়ার অভিযোগ যাচাই করে তাৎক্ষণিকভাবে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরতের ব্যবস্থা করে। তবে অভিযানের সময় বেশ কিছু বাসচালক ও স্টাফ যাত্রীদের রেখেই পালিয়ে যান। তাদের খুঁজে বের করতে সংশ্লিষ্ট বাস মালিকদের ডেকে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, সাধারণত দশমিনা-বাউফল-ঢাকা রুটে ভাড়া ৬০০ টাকা হলেও ঈদের সময়ে তা বাড়িয়ে ৯০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তকী বলেন, "জাল ভাড়ার তালিকা বানিয়ে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়েছি। অভিযানে এর সত্যতা মিলেছে। ঈদযাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স