ঢাকা | বঙ্গাব্দ

নোয়াখালীতে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2025 ইং
ছবির ক্যাপশন:

নোয়াখালীতে মা-মেয়ের আত্মহত্যা: জুয়া ও পারিবারিক কলহকে কারণ হিসেবে সন্দেহ, উদ্ধার চিরকুট

নোয়াখালী, বৃহস্পতিবার (১২ জুন): নোয়াখালীর সদর উপজেলায় চার বছর বয়সী শিশু কন্যাকে নিয়ে দুই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দরবেশপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন একই বাড়ির মো. রুবেলের স্ত্রী রাবেয়া বসরী রাহী (২৭) এবং তার মেয়ে মাইশা (৪)। ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে।


পারিবারিক কলহ ও স্বামীর প্রতি অভিমান

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে রুবেল, রাহীকে বিয়ে করেন। রুবেল একটি মাংসের দোকানে চাকরি করেন। গত ১০ জুন রাহী তার বোনকে মুঠোফোনে কল করে নিজের মেয়েকে নিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। রাহীর অভিযোগ ছিল যে, তার স্বামী জুয়া খেলে টাকা নষ্ট করেন এবং সংসারের প্রতি তেমন খেয়াল রাখেন না। এসব ঘটনার জেরে রাহী তার স্বামীর ওপর অভিমান করে আসছিলেন বলে স্থানীয়রা জানান।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাহীর স্বামী কাজ থেকে বাড়ি ফিরে তার শয়নকক্ষে স্ত্রী ও মেয়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।


পুলিশের প্রাথমিক তদন্ত ও পরবর্তী পদক্ষেপ

সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) লন্ডন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স