সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারিবাড়িতে ভাঙচুর: উদ্বেগ জানিয়ে মোদিকে মমতার চিঠি
ঢাকা, শুক্রবার (১৩ জুন): সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে এই বিষয়টি নিয়ে ‘কঠোরভাবে কথা বলার’ জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে উল্লেখ করেছেন, এই ভাঙচুরের ঘটনা কেবল অবাক করা নয়, এটি ‘দুর্ভাগ্যজনক’। তিনি লিখেছেন, "বাংলার মানুষের কাছে এই ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরসূরির ওপর হামলা। বাংলা ভাষা ও সাহিত্য রবীন্দ্রনাথের কাছে চিরঋণী।"
আন্তর্জাতিক প্রতিবাদের আহ্বান
মমতা তার চিঠিতে আরও লিখেছেন, "গোটা বিষয়টি নিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। এই জঘন্য কাজ যারা করছেন, তাদের যাতে বিচার হয়। ইতোমধ্যে অপূরণীয় ক্ষতি হয়েছে। আগামী দিনে যাতে এই ধরনের কাজ না হয়, সেজন্য আন্তর্জাতিকস্তরে প্রতিবাদ হওয়া দরকার।"
এর আগে, গত মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে এক দর্শনার্থীর সঙ্গে নিরাপত্তা কর্মীদের বাকবিতণ্ডার জেরে হামলা চালিয়ে অডিটোরিয়ামের জানালা-দরজা ভাঙচুর করা হয়। এই ঘটনায় ভারত সরকারও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চেয়েছে।
রবীন্দ্র কাছারিবাড়ির ঐতিহাসিক তাৎপর্য
উল্লেখ্য, শাহজাদপুর উপজেলায় ইন্দো-ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত এই দোতলা ভবনটি বর্তমানে ‘রবীন্দ্র স্মৃতি জাদুঘর’ নামে পরিচিত। ১৮৪০ সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারি কিনে নেন এবং এই কাছারি বাড়িটিও তাদের মালিকানাধীন হয়। জমিদারির দেখাশোনার কাজে রবীন্দ্রনাথ নিজেও মাঝেমধ্যে এই বাড়িতে আসতেন। ১৯৬৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে।