ইরানে ইসরায়েলি হামলার পর খামেনির কঠোর হুঁশিয়ারি: "তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতির জন্য প্রস্তুত হও"
তেহরান, ইরান, শুক্রবার (১৩ জুন): ইরানে ইসরায়েলি হামলার পরপরই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন।
ইসরায়েলের হামলার পর শুক্রবার (১৩ জুন) দেশটির বার্তা সংস্থা আইআরএনএ সর্বোচ্চ এই নেতার একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তিনি তেল আবিবকে তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতির জন্য প্রস্তুত থাকার হুমকি দিয়েছেন।
এর আগে, ইরানের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম নিশ্চিত করে যে, ইসরায়েলের হামলায় আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর) প্রধান হোসেইন সালামি নিহত হলেও, আয়াতুল্লাহ আলি খামেনি অক্ষত রয়েছেন।