ঈদ শেষে ঢাকা ফেরা: সদরঘাটে যাত্রীদের চাপ, বাড়তি ভাড়ায় ভোগান্তি
ঢাকা, শুক্রবার (১৩ জুন): ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন দেশের দক্ষিণাঞ্চলের অসংখ্য মানুষ। আজ শুক্রবার ভোররাত থেকেই সদরঘাটে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ভিড় জমাতে শুরু করে।
পরিবারের সদস্যদের নিয়ে কর্মস্থলে ফিরে আসা যাত্রীরা জানান, ঈদযাত্রায় কিছুটা ভোগান্তি পোহাতে হলেও লম্বা ছুটিতে স্বজনদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন তারা। এই উৎসবের দিনগুলো কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে তাদের নতুন করে উৎসাহ যোগাচ্ছে বলেও জানান অনেক যাত্রী।
বাসায় ফেরার পথে বাড়তি ভাড়ার ভোগান্তি
তবে সদরঘাটে নেমেই বিপাকে পড়েছেন অনেকে। অভিযোগ উঠেছে, সিএনজি, অটোরিকশাসহ অন্যান্য গণপরিবহনগুলো বাড়তি ভাড়া দাবি করছে। যাত্রীদের অভিযোগ, চালকরা সাধারণ ভাড়ার দ্বিগুণেরও বেশি চাইছে। ফলে স্বজনদের নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের, যা তাদের ঈদের আনন্দকে কিছুটা ম্লান করে দিচ্ছে।