ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাজ্য সফর শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস: তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনা

লন্ডন, শুক্রবার (১৩ জুন): চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসশুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় রাত ৭টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা হন। উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।


তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক ও নির্বাচনের সময়সূচি

লন্ডন সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে যুক্তরাজ্যের লন্ডনের হোটেল ডরচেস্টারে এই বৈঠক শুরু হয় এবং প্রায় দেড় ঘণ্টা ধরে চলে। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সংস্কার কাজের অগ্রগতি এবং আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেন। বৈঠকের পর অন্তর্বর্তী সরকার ও বিএনপি একটি যৌথ বিবৃতি প্রকাশ করে, যা প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেও পাওয়া যাচ্ছে।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মতামত উল্লেখ করে, আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন প্রধান উপদেষ্টার কাছে।

জবাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। তিনি আরও মত দেন যে, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা সম্ভব। তবে সেক্ষেত্রে রমজানের আগে নির্বাচন আয়োজনে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।

দেশের রাজনৈতিক উত্তেজনা, নির্বাচনের সময় নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের সঙ্গে চলমান টানাপড়েনের মধ্যেই এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হলো, যার ওপর গোটা দেশের মানুষের গভীর নজর ছিল।



নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স