ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাস বন্ধ ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইরানে হামলার পর ইসরায়েল বিশ্বজুড়ে দূতাবাস বন্ধের ঘোষণা, নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা

জেরুজালেম, শুক্রবার (১৩ জুন): ইরানে বিমান হামলার প্রতিক্রিয়ায় বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের দূতাবাসগুলো বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সাথে নিজ নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করে ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিভিন্ন দেশের ইসরায়েলি দূতাবাসের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

ইসরায়েলি কর্তৃপক্ষ বিশেষভাবে সতর্ক করে বলেছে, জনবহুল এলাকাগুলোতে ইসরায়েল কিংবা ইহুদি কোনো প্রতীক ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যেকোনো হামলার পরিস্থিতি তৈরি হলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাহায্য নিতে হবে। মূলত, ইরানে সম্প্রতি চালানো হামলার পর ইসরায়েলি নাগরিকদের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা থেকে সতর্ক করতেই এই নির্দেশনাগুলো জারি করা হয়েছে। তবে, দূতাবাসগুলো কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য জানানো হয়নি।


ইরানের ওপর ইসরায়েলের ব্যাপক হামলা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নিহত হওয়ার খবর

উল্লেখ্য, শুক্রবার ভোর ৪টার দিকে ইসরায়েলের বিমান বাহিনী ইরানের রাজধানী তেহরানসহ দেশটির অন্তত আটটি শহরে বড় ধরনের বিমান হামলা চালায়। এএফপি'র এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই হামলায় ইরানের পরমাণু প্রকল্প এবং সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১০০টি স্থাপনায় আঘাত হানা হয়েছে।

এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, পরমাণু বিজ্ঞানী ও ইরানের পরমাণু সংস্থার প্রধান ফেরেয়দুন আব্বাসি, এবং পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ তেহরানচি নিহত হয়েছেন।a


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স