ঢাকা | বঙ্গাব্দ

ইরান-ইসরায়েল ইস্যুতে মধ্যপ্রাচ্যে ‘সর্বাত্মক যুদ্ধ’ ছড়িয়ে পরার শঙ্কা বিশ্লেষকদের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2025 ইং
ছবির ক্যাপশন:

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: ইরান-ইসরায়েল সংঘাতে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা, যুক্তরাষ্ট্রের 'দ্বিতীয় সুযোগ' প্রস্তাব

তেহরান/জেরুজালেম, শুক্রবার (১৩ জুন): ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে। বর্তমান পরিস্থিতিতে অঞ্চলটিতে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। অনেকেই মনে করছেন, তেল আবিবের হামলার জবাবে তেহরান কী ধরনের প্রতিক্রিয়া দেখায়, তার ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।


বিশ্লেষকদের ভাবনা: তেহরানের সামনে কঠিন পথ

সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক এবং ইরান পডকাস্টের উপস্থাপক নিগার মোরতোজাভি বলেন, ইসরায়েলি হামলার জবাব না দিলে ইরানে তেল আবিবের আরও জোরালো হামলার আশঙ্কা রয়েছে। তিনি মনে করেন, ইরানও জানে যে প্রতিশোধ না নিলে ইসরায়েলের সাহস আরও বেড়ে যাবে। মোরতোজাভির মতে, "এটি একটি অন্যরকম মুহূর্ত। তেহরানের সামনে নিরাপদ কোনো বিকল্প নেই।"

তিনি আরও বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে তাদের উচিত হবে একটি ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া দেখানো, যাতে যুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে না পড়ে। তার দাবি, ইসরায়েল এই হামলা চালিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট করার একটি ফাঁদ তৈরি করেছে। এই ফাঁদে পা দেওয়া মাত্রই যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়বে। এখন দেখতে হবে ইরান কোন পথে এগোয়।


ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ও যুক্তরাষ্ট্রের অবস্থান

এদিকে, ইরানে ইসরায়েলের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, দু'মাস আগেই তেহরানকে সতর্ক করা হয়েছিল এবং দ্রুত পরমাণু ইস্যুতে সমঝোতায় আসার পরামর্শও দেওয়া হয়েছিল। পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা ঠিক করতে তেহরানকে দ্বিতীয় সুযোগ দেওয়া যেতে পারে।

তবে বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের পরামর্শ না মেনে এই হামলার কঠোর জবাব দেবে ইরান। আর এমনটা হলে সংঘাতে যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়বে, যার পরিণতি আরও ভয়াবহ হতে পারে।


হামলার প্রেক্ষাপট

উল্লেখ্য, শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ চালায়। এই হামলায় দেশটির প্রধান পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জবাবে তেহরানও ইসরায়েলে পাল্টা হামলা চালায়।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স